“ বেদনার পুঞ্জিভূত মেঘ মাথায় জেগে রয় পরম আমি, তবুও আশার আলোক ঝিকিমিকি, জীবনের কোলাহল এ’লোক ও’লোক ঘুরেফিরে ক্লান্তিহীন ”

শিল্প কর্ম সম্পর্কেঃ

একই রকম শারীরিক ও মানিষিক কর্মকান্ডের ভিতর নিজের সচেতন সত্ত্বাকে লীন করে দিয়ে নিজের নবতর অস্থিত্বের কাছে পৌঁছা যেতে পারে এমন ধারনা কে যাচাই করার চেষ্টা থেকে এই শিল্প কর্মের সুত্রপাত। এই ভাবনার আরো অনেক পরীক্ষার মধ্যে এটি সর্বশেষ।
শিল্প কর্মকান্ডের ধরনঃ পারফরমেন্স আর্ট
কর্মকান্ডঃ
এই পারফরমেন্স এ মূলত বিপুল পরিমাণ ফেনা তৈরি করে তাঁর সাথে শিল্পী নিজে মেঘের মত দেখতে ফেনার ভিতরে মিলেমিশে বিচিত্র দৈহিক ভঙ্গির ভিতর দিয়ে তাঁর ভাবনার দৃশ্যায়ন করতে সচেষ্ট থাকবেন। এই কর্মকান্ড পরিস্থিতি সাপেক্ষে ১০ মিনিট থেকে ৩০ মিনিট সময়কাল ধরে চলতে পারে।

১লা ডিসেম্বর ২০২২ বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকার চিত্রশালার প্রবেশপথে লিফট এর সামনে এটি উপস্থাপিত হয়েছিল, যারা লাইভ পারফর্মেন্স মিস করেছেন তাদের জন্যে আগামী ৮ ডিসেম্বর ২০২২ এশিয়ান বিয়েনালের উদ্ভোধন এর পর আবার এটি উপস্থাপিত হবে। এছাড়াও প্রদর্শনী গ্যলারীতে এর ভিডিও উপস্থাপিত হবে প্রদর্শনীর শেষ দিন পর্যন্ত। ধন্যবাদ।